+880 1772-309237
+880 1772-309237
দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আজ এক বিশেষ স্থান দখল করে আছে একথা বলার অপেক্ষা রাখে না। এরপরেও শিক্ষার ভিত্তি তার কাঙ্খিত মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এ দাবি করা সমীচীন হবে না। কারণ, শিক্ষা এখনও বহুবিধ সমস্যার নিমজ্জিত এবং সমাজের যে কোন স্তরে প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রমাণের মত সুযোগ্য ছাত্র-ছাত্রী তৈরীর উপযোগী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা খুব সামান্যই বিদ্যালয়গুলোতে বিদ্যামান রয়েছে। অধিকন্ত যাকাত, ফিত্রা ও বিত্তবানদের বদান্যতার উপর নির্ভরশীলতার ঐতিহ্যগত ধারণার কারণে শিক্ষা এখনও তার সামাজিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে সমাজের একজন স্বচ্ছল ও দায়িত্বশীল মানুষ তার সন্তানকে ঠিক যে মানে গড়ে তুলতে ইচ্ছুক সেই পরিবেশের অনুপস্থিতির কারণে ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও আপন সন্তানকে শিক্ষা অঙ্গনের বাইরে সাধারণ বিদ্যালয়ে
বিস্তারিত
শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায়। এই পরিবর্তন সাধনের উদ্দেশ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনে অত্র বিদ্যালয়টি শিক্ষার্থীকে যুগোপযোগী ও সক্ষম শিক্ষা প্রদান করা হয়। ফলে শিক্ষার্থী আত্মনির্ভরশীল ও যোগ্য হয়ে গড় বর্তমান যুগ তথ্য প্রযুক্তির প্রভাবে প্রভাবিত। সে উদ্দেশ্যে শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রগামী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালীন এই মহান কার্যক্রম সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করি।ঐতিহ্যবাহী অত্র বিদ্যালয়ের অগ্রযাত্রাকে সুসংহত ও অব্যাহত রাখতে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণের সাথে সাথে এলাকার শিক্ষা সচেতন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সম্মানিত অভিভাবকগণের সুচিন্তিত মতামত
বিস্তারিত
তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয়েও এর যথাযথ ব্যবহারে আমি শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত। বর্তমানে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার যে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। আমরাও এর সংস্পর্শে এসে অনেকটায় এগিয়ে যাচ্ছি এবং আমাদের শিক্ষার্র্থী ও অভিভাবকবৃন্দও এর থেকে বেশ উপকৃত হচ্ছে বলে আমি মনে করছি।
আমি সর্বোপরি আমাদের বিদ্যালয়ের সফল প্রতিষ্ঠাতা জনাব মোঃ হামিদুল ইসলাম এবং মোঃ জগলুল পাশা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে প্রত্যেক শিক্ষার্থীর নিকটে প্রযুক্তির ছোঁয়া পৌছে দেবার জন্য।
প্রধান শিক্ষক
নলছিয়া উদয়ন কিন্ডারগার্টেন
NOLSIA UDOYON KINDERGARTEN
প্রতিষ্ঠানের নাম : নলছিয়া উদয়ন কিন্ডারগার্টেন
স্থান : নলছিয়া, মেলান্দহ, জামালপুর
প্রতিষ্ঠা : ২০ শে আগস্ট, ২০১৩ সাল।
প্রতিষ্ঠাতা :
প্রতিষ্ঠানের ধরণ : প্রাইভেট প্রতিষ্ঠান (ছাত্র-ছাত্রীদের অর্থায়নে পরিচালিত)
শ্রেণি : প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
শিক্ষার মাধ্যম : বাংলার পাশাপাশি ইংরেজির প্রতি অত্যাধিক গুরুত্বারোপ।
শিফট : দুই শিফটে পরিচালিত (মনিং - সকাল: ৮:০০-১১:০০ ও ডে শিফট সকাল ১১:০০ বিকাল ৪:০০) পর্যন্ত।
শিক্ষার ধরণ : অনাবাসিক, ।
নলছিয়া উদয়ন কিন্ডারগার্টেন
NOLSIA UDOYON KINDERGARTEN