Copyright © 2014 Apycom jQuery Menus
দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আজ এক বিশেষ স্থান দখল করে আছে একথা বলার অপেক্ষা রাখে না। এরপরেও শিক্ষার ভিত্তি তার কাঙ্খিত মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এ দাবি করা সমীচীন হবে না। কারণ, শিক্ষা এখনও বহুবিধ সমস্যার নিমজ্জিত এবং সমাজের যে কোন স্তরে প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রমাণের মত সুযোগ্য ছাত্র-ছাত্রী তৈরীর উপযোগী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা খুব সামান্যই বিদ্যালয়গুলোতে বিদ্যামান রয়েছে। অধিকন্ত যাকাত, ফিত্রা ও বিত্তবানদের বদান্যতার উপর নির্ভরশীলতার ঐতিহ্যগত ধারণার কারণে শিক্ষা এখনও তার সামাজিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে সমাজের একজন স্বচ্ছল ও দায়িত্বশীল মানুষ তার সন্তানকে ঠিক যে মানে গড়ে তুলতে ইচ্ছুক সেই পরিবেশের অনুপস্থিতির কারণে ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও আপন সন্তানকে শিক্ষা অঙ্গনের বাইরে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। আর একবার যখন সন্তানকে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করানো হয় তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে আর পুনর্বার স্ট্যান্ডার্ড ফিরিয়ে আনা সম্ভবপর হয় না। এছাড়া, সত্য কথা বলতে কি, প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় সামান্য ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রেই কাঙ্খিত দক্ষতা অর্জনে সক্ষম হয় না। এসব দিক বিবেচনায় সাধারণ শিক্ষার ক্ষেত্রেও কে.জি. ও আধুনিক পদ্ধতির প্রতিষ্ঠান স্থাপনা খুবই জরুরী হয়ে পড়ে।নতুন শতাব্দীর চাহিদা পূরণে ইলম, আমল ও আখলাকের অনন্য বৈশিষ্ট্যের অধিকারী সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া তৈরীর এই মহান উদ্যোগ আল্লাহ তা'আলা কবুল করুন, এই আমাদের কামনা।
নলছিয়া উদয়ন কিন্ডারগার্টেন
NOLSIA UDOYON KINDERGARTEN
Copyright © 2026 All rights Reserved
Powered by: Rapid IT